দিঘলিয়ায় খুলনা সাইকেলিং কমিউনিটির উদ্যোগে আলোর মিছিলের সমন্ময়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিশেষ (খুলনা) প্রতিনিধি: শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ৯টায় খুলনা সাইকেলিং কমিউনিটির উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের কর্মীদের সহযোগিতায় দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী-লাখোহাটি ও ব্রহ্মগাতী-দিঘলিয়া বিল রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সংগঠনটির কাঙ্খিত সবুজ প্রকৃতি সংরক্ষণে একযোগে সারা দেশের ১৪টি জেলায় এলাকাভিত্তিক সাইকেলিষ্ট সংগটনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
জেলাগুলো হলো, খুলনা, সাতক্ষীরা, যশোর, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ফরিদপুর, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরিয়তপুর।
যে সকল সংগঠন বর্ষামৌসুমকে সামনে নিয়ে পদ্মা নদীর দক্ষিণ-পশ্চিশাঞ্চলের জেলাগুলোতে বৃক্ষরোপণের এ কর্মসূচি সফলে একযোগে কাজ করছে সে সংগঠন হলো:
1. Barguna Cycling Community
2. Barishal Cyclists
3. Basundia Cyclists (Jashore)
4. Chandradwip Cyclists Barishal
5. Cycle Love Rajbari
6. Faridpur Cyclists Community
7. Gopalganj Cycling Community
8. Jashore Cyclists
9.Jhalokathi Cyclist Community
10. Khulna Cycling Community
11.  Kushtia Cyclists
12. Magura Cyclists
13. Meherpur Cyclists
14. Narail Cyclists
15. Satkhira Cyclists
16. Shariatpur Cyclists.
এ সময় তারা যে সকল বৃক্ষ রোপন করছেন সেগুলো হলো জাম, গাব, ডেউয়া, শিমুল, জারুল, বকুল, কৃষ্ণচূড়া, সোনালু, কদম, কাঠবাদাম প্রভৃতি। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাইকেলিং কমিউনিটির সভাপতি ও পরিচালক মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাসেল ফারাজী, শহিদুল ইসলাম, প্রফেসর আনিসুর রহমান, ব্যাংকার আমানুর রহমান, সাব্বির, রফিকুল ইসলাম, শ্রাবন্তী, মেহজাবিন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দ শাহজাহান আলী, আশা, শেখ খালিদ হাসান, মোঃ আকিব হোসেন, শাহজাহান মোড়ল, সজল কুমার বিশ্বাস, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, শেখ শাহদাত হোসেন নোবেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাইকেলিং কমিউনিটির সভাপতি ও পরিচালক মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাসেল ফারাজী, শহিদুল ইসলাম, প্রফেসর আনিসুর রহমান, ব্যাংকার আমানুর রহমান, সাব্বির, রফিকুল ইসলাম, শ্রাবন্তী, মেহজাবিন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সৈয়দ শাহজাহান আলী, আশা, শেখ খালিদ হাসান, মোঃ আকিব হোসেন, শাহজাহান মোড়ল, সজল কুমার বিশ্বাস, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, শেখ শাহদাত হোসেন নোবেল প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.