দিঘলিয়ায় খাল থেকে জালপাটা উদ্ধার ও ধ্বংসে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা 

দিঘলিয়া প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রহ্মগাতী সাগরিয়া খালের অবৈধ জাল পাটা উদ্ধারে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, বিশিষ্ট সাংবাদিক ও আলোর মিছিলের উপদেষ্টা সৈয়দ জাহিদুজ্জামান ও শেখ খালিদ হোসেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের সদস্য আকিব হোসেন ও স্বজল কুৃমার বিশ্বাস, উপজেলা মেরিন ও ফিশারিজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস, সার্ভিস প্রভাইডার পাভেল শেখ, পুলিশ সদস্য মুজিবর ও শাহিন, হাজীগ্রাম বেলে ঘাট যুব উন্নয়ন সংস্থার সদস্য কামরান শেখ ও ফকরুল আযম টিপু, আবুল বাসার খান, কাকলী আক্তার ও তাসকিয়া হাসান।
এ অভিযানের সময় ব্রহ্মগাতী সাগরিয়া খাল থেকে দেশীয় মাছ নিধন ও খালের স্বাভাবিক জোয়ার ভাটায় প্রতিবন্ধকতা তৈরি এবং খালের নব্যতা বিনষ্টকারী লক্ষাধিক টাকার পাটা, চায়না দোয়ারী জাল, কারেন্ট জাল বেড় জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.