দিঘলিয়ায় এলজিইডির অর্থায়নে রাস্তা সংস্কারে দুর্ভোগ লাঘবে খুশী এলাকাবাসী

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পুলিশ ক্যাম্প ও সাবুতলা মন্দীর মোড় থেকে সুগন্ধি চৌরাস্তা মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় ছিল। এ এলাকার মানুষের দৈনন্দিন চলাচলে দুর্ভোগের শেষ ছিল না। গত ২৫ নভেম্বর সোমবার বিটুমিন কার্পেটিং কাজ শুরু হয়।
সংস্কার চলমান ১৪৪০ মিটার দৈর্ঘ্য, ৮ মিটার প্রস্থ ও ২৫মিলি উচ্চতায় রাস্তার কাজ চলমান রয়েছে। মানসম্মত পাথর, ডাস্ট ও বিটুমিন বা পিজ দিয়ে রাস্তার উন্নয়নের কাজ চলমান রয়েছে।
এলাকাবাসী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং স্থানীয় লোকজন উক্ত কাজ দেখে খুবই সন্তোষ, স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। উক্ত রাস্তার ঠিকাদারের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনাদের এলাকায় কাজ করতে এসেছি। এই কাজটি মানসম্মত মালামাল দিয়ে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করব ইনশাল্লাহ। আমার কাজের গুনগত মান নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তারা আমার সামনে এসে বলতে হবে। 
এদিকে এ প্রকল্পের কাজ নিয়ে কথা হয় দিঘলিয়া এলজিডি প্রকৌশলী দায়িত্বরত কর্মকর্তার সাথে। তিনি এ প্রতিবেদককে জানান, এই কাজটি সুন্দর ও মানসম্মতভাবে সম্পন্ন করা হচ্ছে।
এলজিইডির কাজে কেউ নয় ছয় করতে চাইলেই করতে পারেননা। কারণ এলজিইডির কাজ দফায় দফায় কাজের গুণগত মান পরীক্ষা করা হয়। কাজের সব সময় তদারকি করা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগণও দেখভাল করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.