দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুকে দর্শনা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলী মুনসুর বাবুকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার (১১ মে) রাত ৮ টার দিকে দর্শনা পৌর আ’লীগের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান আলী মুনসুর বাবু প্রেসক্লাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করে সার্বিক খোজ খবর নেন এবং মিষ্টি মুখ করান।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী, চঞ্চল মেহমুদ, আসান হাবিব মামুন, এফএ আলমগীর, মেহমুদ হাসান রণি, রিফাত, সুকমল বাঁধন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.