দামুড়হুদার সদাবরীতে চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দেয়ার অভিযোগ: ১৫ দিন ধরে গৃহবন্ধী অসহায় পরিবার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার সদাবরী গ্রামের কাঁটাতারের বেড়া দিয়ে দীর্ঘ ৪০ বছরের চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে ১৫ দিন ধরে গৃহবন্দী হয়ে পড়েছে অসহায় একটি পরিবার।
জানা গেছে, দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের হালসোনা পাড়ার ছেকার উদ্দীন হাল সোনার ছেলে জাব্বার হালসোনা একই গ্রামের আবু মোস্তাজের কাছে রাস্তার জন্য সাড়ে তিন কাঠা জমি কেনে আর জব্বার হালসোনার স্ত্রী দেলোয়ারা পৈত্রিক সম্পত্তি ১ কাঠা পাই।
সর্বমোট সাড়ে চার কাঠা জমি রাস্তার জন্য ফেলে রেখে দীর্ঘ ৪০ বছর ধরে চলাচল করে আসছে।
জাব্বার হালসোনা জানান সদাবরী গ্রামের হবি হালসোনার ছেলে হারুন জমিটি দখল করে তাদের শরিকানা সম্পত্তি দাবী করে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে।
বর্তমানে ১৫ দিন ধরে গৃহবন্ধী হয়ে রয়েছে জাব্বার হাল সোনার পরিবার।
এ বিষয়ে জানতে হারুনের ছেলে সেলিম উদ্দিন জানান আমাদের সম্পত্তি আমরা ঘিরে দিয়েছি।
তিনি কিনে থাকলে আমাদের টাকা ধরানো আছে রেজিষ্ট্রি অফিসে। জমির কাগজ যার জমি তার।
অসহায় জাব্বার হালসোনার চলাচলের সু ব্যবস্থা করতে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার সহ মহল্লাবাসী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.