দামুড়হুদার নাটুদা ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি মনির : সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার নাটুদা ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৪ টার দিকে নাটুদার চন্দ্রবাস গ্রামে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথি মনিরুজ্জামান মনির তার বক্তব্য বলেন আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।বিপুল ভোট পেয়ে সরকার গঠন করবে জাতীয়তাবাদী দল বিএনপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
প্রধান বক্তা তার বক্তব্য বলেন আওয়ামীলীগের যারা গা মেলে উড়ে বেড়াচ্ছেন আপনারা মনে রাখবেন আপনাদের অপরাধের সাজা নিতে হবে।আইনিগত ভাবে আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক মন্টু মিয়া।নাটুদা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি বিশ্বাস, সহ -সভাপতি বাশারুল হাবিব বাশার, যুগ্ম সম্পাদক আজিজুল কল্লা, সাংগঠনিক সম্পাদক ফারুক, বিএনপি নেতা সহিদুল মোল্লা, ইসলাম, হাতেম আলী, আনোয়ার তরফদার,সাত্তার,হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, মহিরুদ্দীন, সাহাবদ্দীন, কাদের আলী, পটাই, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম,ইজারুল ইসলাম বগা, মোস্তফা কালু, আওলাদ, ইকবাল হোসেন,খোরশেদ আলম, বুদো, বানু, মাহাতাব,সামাদ, শিবলু, মনিরুল ইসলাম, নাসির উদ্দীন, সবুর খাঁন, জমির খাঁন, শেরহান, কাওসার আলী, রুহুল, আক্তার, বাবু, সুলতান, সদর উদ্দীন, ইউপি সদস্য আনিসুর রহমান, ছানারুল ইসলাম, জিলন, মনিরুল, কেরামত, বসির আহমেদ, নাটুদা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার ফারুক, সাধারণ সম্পাদক রমজান আলী টিটোন, কৃষকদলের নেতা আ:রশিদ, মাসুদ মাস্টার, আরিফ, সাইফুল, জিয়া, নাটুদা ইউনিয়ন যুবদলনেতা মাসুদ রানা, আনোয়ার, মিজানুর রহমান, ঈমান আলী, আনোয়ার ডাক্তার, আমানুর বিশ্বাস, খোকন, ফরহান, লাবলু, শহীদ, মিন্টু, জনি, মহিলা দলের নেত্রী পুশি মেম্বর, সোনা হার, নাটুদা ইউনিয়ন ছাত্রদল সভাপতি জামিরুল, রাশেদ, সাকিন, পলাশ, ইখলাস, ওয়ালিদ, নাইম, মুজাহিদ, প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.