দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:দামুড়হুদার চন্দ্রবাসে ডালিয়া কোচিং সেন্টারের উদ্যোগে দাখিল ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হযেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ডালিয়া কোচিং সেন্টারের পরিচালক শাহিন আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নাটুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি ছিলেন নাটুদা ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক,যুগ্ন সম্পাদক আজিজুল হক কল্লা, নাটুদা ইউনিয়ন ছাত্রদল সভাপতি জামিরুল ইসলাম, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইসলাম হোসেন আরও উপস্থিত ছিলেন কৃষক দল নেতা আতিয়ার রহমান, সাইফুল ইসলাম, চন্দ্রবাস কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজুর রহমান, সাইদুর রহমান কাজী সহ অত্র ডালিয়া কোচিং সেন্টারের সকল শিক্ষার্থীবৃন্দ।
বিদায় অনুষ্ঠান শেষে চন্দ্রবাস গ্রামের মৃত ব্যক্তিদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.