দামুড়হুদার কুনিয়া চাঁদপুর দাখিল মাদ্রাসায় সভাপতি নিয়ে ক্ষোভ প্রকাশ : স্থানীয় লোকজনকে মূর্খ বলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কুনিয়া চাঁদপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় সভাপতি মনোনীতকে কেন্দ্র করে চাঁদ পুর ও কুনিয়া গ্রামে উত্তেজনা তুঙ্গে উঠেছে।
জানা গেছে,মাদ্রাসা কতৃপক্ষ তিনজনের নাম বোর্ডে পাঠায় সভাপতি হিসাবে। তাদের মধ্য কুনিয়া গ্রামের মরহুম হাজী আব্দুস সাত্তারের ছেলে নেছার উদ্দীন কে সভাপতি মনোনীত করে প্রজ্ঞাপন পাঠায় বোর্ড।
এতে করে চরম উত্তেজনা শুরু হয় চাঁদপুর গ্রামের লোকজনের মাঝে।
তারা বলেন আমরা ৪ গ্রামের লোকজন এক সাথে মাদ্রাসায় বসে সকলের সিদ্ধান্ত ক্রমে মোস্তাক আহমেদ মিনু মাস্টারকে সভাপতি নির্বাচিত করি।কিন্তু মাদ্রাসা সুপার মাও. সামসুল আলম ও হাজী নেছার উদ্দীন যোগসাজশ করে সে কাগজ /রেজুলেশন পাল্টিয়ে নেছার উদ্দীনের ভাইযের ছেলে মো. সাইফুল্লাহর সহযোগীতায় বিভিন্ন মাধ্যম ম্যানেজ করে সভাপতি মনোনীত হয়ে আসে।
মাদ্রাসার সুপার মাও. সামসুল আলম ও স্বীকার করেছেন তিনি বোর্ডে কাগজ পাঠানোর পর সেখানে মো. সাইফুল্লাহ থেকে তার চাচাকে সভাপতি মনোনীত করে নিয়ে আসে। সভাপতি মনোনীত করার পরে সকলের সাথে না বসে মো. সাইফুল্লাহ ফেসবুকে চাঁদপুর গ্রামবাসীকে মূর্খ বলে উল্লেখ করে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে দেই।
যা দুই গ্রামের মধ্য সম্পর্ক নষ্ট হচ্ছে।তাছাড়াও দামুড়হুদায় এনজিও চাকরি করে এক ব্যক্তির মাধ্যমে মুঠোফোনে আমাদের নানান ভাবে হুমকি দিচ্ছে।
যার কারনে আজ সোমবার (১৭ মার্চ) বিকাল ৪ টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে চাঁদপুর গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন আমরা মো.সাইফুল্লাহর বিচার চাই। সে কেন একটা গ্রামের লোকজনকে মূর্খ বলবে। তারা যে দাবী করছে তারা দাদা জমি দিয়ে প্রতিষ্ঠা করেছে। তাদের কোন জমি নেই এখানে। যত জমি সব চাঁদপুর গ্রামবাসীর। আমরা চাই মাদ্রাসা টা সঠিক ভাবে চলুক। পড়াশোনার মান ভালো হোক।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল আলিম, আব্দুল বারিক, শফিকুল ইসলাম আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন মুহুরি, সাইফুল ইসলাম, আব্দুল কুদ্দস, আশাদুল ইসলাম মাস্টারসহ চাঁদপুরের শতাধিক লোকজন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.