দামুড়হুদার কুতু্বপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বখাটেদের উৎপাত চরমে : অভিভাবকরা হতাশ 

প্রতীকী ছবি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার  কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বেড়েছে বখাটেদের উৎপাত উদ্বেগজনক হারে। এতে অনেক মেয়ে শিক্ষার্থীর বিদ্যালয়ে যাওয়া বন্ধের উপক্রম দেখা দিযেছে।
প্রতিকার চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি নিকট  অভিভাবকরা মৌখিক অভিযোগ দিয়েছেন।জানা গেছে, দামুড়হুদার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কিশোর ও বখাটেদের আনাগোনা বেশি।
উচ্চ শব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বিটিসি নিউজকে জানান, শিক্ষার্থী ছাড়াও বখাটেদের কাছে অভিভাবক, শিক্ষক ও কমিটির সদস্যরা অসহায়। বিদ্যালয় কতৃপক্ষের নিকট অভিযোগ দিয়েছেন।
প্রতিকার না পেলে সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন না। অনেকে পরিস্থিতি বুঝে সন্তানকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন।
অপরাধীদের অনেকে রাজনৈতিক নেতা ও এলাকার বড় ভাইয়ের ছত্রছায়ায় থাকায় বেপরোয়া আচরণ করছে।
কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা বিটিসি নিউজকে জানান, কিশোর গ্যাংয়ের উৎপাতে ছাত্রীরা অসহায়। ছাত্ররা প্রতিবাদ করলে বা তাদের বিদ্যালয়ের সামনে থেকে চলে যেতে বললে তারা হুমকি দেয়। এ জন্য জোরালো প্রতিবাদের সাহস পায় না ছাত্ররা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক বিটিসি নিউজকে বলেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে বখাটে ও কিশোররা। তাদের থামাতে ব্যর্থ হওয়ায় কয়েকজন অভিভাবক আমাকে জানিযেছে।
বিদ্যালযের ম্যানেজিং কমিটির সভাপতি মনির উদ্দীন বিশ্বাস বিটিসি নিউজকে জানান, অভিভাবকরা আমাকে জানিযেছে।
অভিভাবকরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.