দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ৩৪ আন্তর্জাতিক প্রবীণ দিবস যথাযথ মর্যাদায পালিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে কার্পাসডাঙ্গা ইউপি হলরুমে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে ৩৪ তম আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।
মর্যাদাপূর্ন বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে রেলি, বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ:করিম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তোফাজ্জেল হক।
প্রধান অতিথি তার বক্তব্য কারিতাসের উদ্যোগকে ভূয়সী প্রশংসা করে বলেন এমন উদ্যোগ প্রশংসার দাবীদার। আজকে প্রবীণরা তারা নানাবিধ সুবিধা পাচ্ছে কারিতাসের মাধ্যমে।তারা একত্রে বসে গল্পো করে সময় পার করতে পারছে।
আজকে প্রবীণরা আর সমাজের বোঝা নই তাদের কাছে অনেক শেখার আছে নতুন প্রজন্মের।
এসময় কারিতাসের ইউনিয়ন সুপারভাইজার বাপ্পা মন্ডল কারিতাসের নানাবিধ কার্যক্রম তুলে ধরেন।প্রবীণ দিবসে আসা প্রবীণরা বলেন কারি তাস আমাদের পাশে থেকে নানান ভাবে সহায়তা করে আসছে। আমরা নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছি।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাজিবার রহমান, আলমগীর হোসেন, সুমাইয়া আ:রাজ্জাক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য করম আলী, সাবেক শিক্ষক আলাউদ্দীন, কিতাব আলী,আনসার আলী, আসান আলী সহ প্রায় দু শতাধিক প্রবীণ উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.