দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা এ্যাপোলো ক্লিনিক এন্ড লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে মাথা বিকৃতি শিশু জন্ম নেযার ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার কুনিয়া গ্রামের এখলাস উদ্দীনের স্ত্রী আরজিনা বেগমের প্রসব বেদনা উঠলে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে কার্পাসডাঙ্গা এ্যাপোলো ক্লিনিক এন্ড লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে ভর্তি করে।
গতকালই বিকাল ৪ টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডা: হাসানুজ্জামান নূপুরের তত্বাবধানে সফল সিজারিয়ান অপারেশন করে। অপারেশনের পর মাথা বিকৃতি (ছেলে) বাচ্চা জন্ম নেয়ার বিষয়টা নজর কাড়ে সকলের।
বাচ্চাটি বর্তমানে জীবিত আছে বলে বিটিসি নিউজকে জানিয়েছেন ক্লিনিক টির পরিচালক মামুনুর রশীদ শাওন। মাথা বিকৃতি জন্ম নেওয়া শিশুটিকে একনজরে দেখতে ক্লিনিকে ছুটে যাচ্ছেন এলাকার লোকজন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.