দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গিফট বক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৫ মে) সকাল সাড়ে ১০ টার বাঘাডাঙ্গা আর্শীবাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাডাঙ্গা আর্শীবাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেভারেন্ট ডমিনিক মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।
প্রধান অতিথি তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করতে হবে। দেশের জন্য সুনাম বয়ে আনতে হবে। গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ধআবু হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার তোফাজ্জেল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, আর্শিবাদ এবং ওসিসি টিম কো-অর্ডিনেটর, রেভারেন্ট জেমস অসীত বিশ্বাস, এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি।
এসময় উপস্থিত ছিলেন বাঘাডাঙ্গা আর্শীবাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের প্রধান শিক্ষক মিতালী মন্ডল, তিতাস মন্ডল ও লিটন মন্ডল, সাংবাদিক শরীফ রতন, মেহেদি মিলন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে গিফট বক্স বিতরণ করেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.