দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ১০০ বোতল ফেন্সিডিল ও পিকআপ সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের সুত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পিকআপ যোগে দুজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে আসছে।
এ সংবাদ পেযে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই ইমরান হোসেন ও এএসআই মসলেম উদ্দিন সঙ্গীয সদস্য কে নিয়ে দামুড়হুদার কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে কানাইডাঙ্গার বাটকেমারী নামক স্থানে এ অভিযান চালান।
অভিযানে গোপীনাথ মন্ডল ও সাইদুল ইসলাম সরদারকে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি TATA XENON পিকআপ এ আটক করেন।
আটককৃতরা হলেন, রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর উপজেলার বিনোদপুর গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে গোপীনাথ মন্ডল (৩৫) ও একই জেলার লক্ষীপুর গ্রামের জব্বার সরদারের ছেলে সাইদুল ইসলাম সরদার (৩৬)। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.