দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারি) ইং বিকাল ৩টার দিকে লংকা ফাউন্ডেশনের উদ্দ্যেগে কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল বিএ মাদ্রাসা চত্তরে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কার্পাসডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াত ইসরামীর আমীর নায়েব আলী।প্রধান অতিথি নায়েব আলী তার বক্তব্য বলেন লংকাবাংলা শীতার্তদের কথা ভেবে এগিয়ে এসে কম্বল বিতরণের যে ব্যবস্থা করেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার।
এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। লংকাবাংলা ফাউন্ডেশন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে বিশ্বাস করি।
এ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার হতদরিদ্র অসহায় মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স এর সি এম এস এম ই ক্লাস্টার হেড-সাউথ রিজিওন মোহাম্মদ শাহাদত হোসেন,কুষ্টিয়া শাখা মো:আহসান হাবীব, রিলেশনশীপ ম্যানেজার মো:নাসির উদ্দীন ও আলতাফ হোসেন।সার্বিক তত্তাবধানে ছিলেন আহসান হাবীব জুয়েল ও ডা: ইউনুস।
Comments are closed, but trackbacks and pingbacks are open.