দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় রাকিব হোসেন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের ছেলে। তিনি দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ্ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল রাকিব। এ সময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন রাকিব। ঘটনার সময় ট্রাকের চালক ও সহযোগীরা পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাকটি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিটিসি নিউজকে জানান, কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় প্রচলিত আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.