দামুড়হুদায় ইউএস ডলার-ইউরোসহ পাচারকারী আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ শেখ তপন (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-৬ এর সদস্যরা।
আজ শনিবার (০৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলায় দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক তপন ঢাকার মুন্সিগঞ্জ থানার যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেস গ্রামের শেখ জালাল উদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বিটিসি নিউজকে জানান, দর্শনা আইসিপি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচার করা হবে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ১০টার দিকে আইসিপি চেকপোস্টে অবস্থানরত যাত্রী তপনের ট্রলি ব্যাগ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় অবৈধভাবে রক্ষিত ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরো ও একটি মোবাইলফোন পেয়ে জব্দ করা করা হয়। যা বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটক পাচারকারীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করে জব্দ করা বৈদেশিক মুদ্রাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.