কুমিল্লা ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি উপজেলার শহীদনগর রাজারহাট এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শিল্পী বেগম পটুয়াখালী জেলার বাকেরগঞ্জ থানার মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী।
পুলিশ জানায়, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঈগল পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। যাত্রাপথে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর চায়না এলুমিনিয়াম ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিল্পী বেগমের মৃত্যু হয়। আহত হয় আরও ১৫ থেকে ২০ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী বিটিসি নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যায় পুলিশ। সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেনাবাহিনীর সহযোগিতায় বাসটি রেকার দিয়ে উদ্ধারের পর দাউদকান্দি হাইওয়ে থানাতে নিয়ে আসা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এরকুমিল্লা ব্যুরোপ্রধান আব্দুল্লাহ আল মানছুর। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.