দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত-২৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন।
রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৮১ জন আরোহী নিয়ে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
দক্ষিন জিয়ুল্লা প্রদেশ ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে জানানো হয়েছে, উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।
বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ আরোহীদের উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ধোঁয়া ও আগুন দেখা গেছে।
জেজু এয়ারের একজন মুখপাত্র বিস্তারিত না জানিয়ে বলেছেন, তারা বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি।
এদিকে মুয়ান শহরে বিমান দুর্ঘটনরার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মু “উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার” নির্দেশ দিয়েছেন বলে ইয়োনহাপ জানিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.