BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডের রানি মা সিরিকিত মারা গেছেন

থাইল্যান্ডের রানি মা সিরিকিত মারা গেছেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা ছিলেন রানি সিরিকিত। তিনি ২০১৯ সাল থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিরিকিত।

তার মৃত্যুতে সমগ্র থাইল্যান্ডে শোকের ছায়া নেমে এসেছে। রাজপরিবার ও রাজপ্রাসাদের সদস্যদের জন্য ঘোষণা করা হয়েছে এক বছরের জাতীয় শোক।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রানি মা সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা বাতিলও করেছেন। শনিবার (২৫ অক্টোবর) তার সরকারি মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

২০১২ সালে স্ট্রোকের পর থেকেই জনসমক্ষে খুব কমই দেখা যেত রানি সিরিকিতকে। তার স্বামী রাজা ভূমিবল আদুল্যাদেজ ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক। ১৯৪৬ সাল থেকে টানা ৭০ বছর রাজত্ব করেছেন তিনি।

দেশটির জনগণ বলছে, দাতব্য কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও মাতৃত্বের প্রতীকী রূপ হিসেবে থাই জনগণের হৃদয়ে অমর হয়ে থাকবেন রানি মা সিরিকিত। তার প্রয়াণে পুরো দেশজুড়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শোক পালন করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ