থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগ বা সংসদ ভেঙে দেবেন না : ক্ষমতাসীন দলের কর্মকর্তা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের বিতর্কিত প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রা পদত্যাগ করবেন না বা সংসদ ভেঙে দেবেন না বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন ফিউ থাই পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তা সোরাওং থিয়েনথং।
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে দীর্ঘায়িত রাজনৈতিক সংকটের ঝুঁকি তৈরি করেছে।
থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সোরাওং থিয়েনথং শনিবার (২১ জুন) ফেসবুক পোস্টে বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাদের স্পষ্টভাবে নিশ্চিত করেছেন, তিনি তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেশ যে বিভিন্ন সংকটের মুখোমুখি হচ্ছে, তা সমাধানের জন্য দায়িত্ব পালন করে যাবেন।’
প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে সিনাওয়াত্রার দৃশ্যত ‘ভুল কার্যকলাপের’ কারণে তার পদত্যাগের জন্য দাবি জোরালো উঠছে। বিশেষ করে সম্প্রতি কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে ফোনালাপ সামনে আসার পর চাপ আরও বেড়েছে।
ফোনালাপে সিনাওয়াত্রাকে হুন সেনের ‘কাছে মাথা নত করতে’ এবং একজন সিনিয়র থাই সামরিক কমান্ডারকে অপমান করতে দেখা গেছে।
এ অবস্থায় থাইল্যান্ডের ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম অংশীদার ভুমজাইথাই পার্টি গত বুধবার রাতে জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। জোটের আরেক সদস্য ইউনাইটেড থাই ন্যাশন পার্টিও পায়েতংটার্নের পদত্যাগ দাবি করতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে।
যদিও পাইটংটার্ন হুন সেনের সঙ্গে সেই ফোনালাপের জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সংকট সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি।
এ অবস্থায় ২৮ জুন থেকে ব্যাংককে সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.