তেল ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক : জামায়াত

খুলনা ব্যুরো: সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ এবং ‘অপরিণামদর্শী’ হিসেবে অভিহিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সাধারণ জনগণ ও নতুন শিল্প উদ্যোক্তাদের স্বার্থবিরোধী এ সিদ্ধান্ত সরকারের অপরিণামদর্শিতা ছাড়া আর কিছুই নয়।”
তিনি বলেন, “গ্যাসের মূল্য বৃদ্ধি নতুন শিল্প স্থাপনে নিরুৎসাহিত করবে। নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করায় উদ্যোক্তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।”
অর্থনীতির সাম্প্রতিক উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার পটভূমিতে নতুন শিল্পে বিনিয়োগ বাড়ার সম্ভাবনার কথা উল্লেখ করে পরওয়ার বলেন, “বিগত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ না থাকায় শিল্প খাত ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতির উন্নয়ন হলেও গ্যাস ও জ্বালানি মূল্যের এমন বৃদ্ধি সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে।”
তিনি আরও বলেন, “সয়াবিন তেল দরিদ্র জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য। এটির দাম এক লাফে ১৪ টাকা বাড়ানো সাধারণ ও নিম্নআয়ের মানুষকে চরম দুর্ভোগে ফেলবে।”
দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা এবং শিল্প বিকাশে সহায়ক পরিবেশ বজায় রাখার স্বার্থে গ্যাস ও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান জামায়াতের এই নেতা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.