তেলেঙ্গানা এক্সপ্রেস ট্রেনে আগুন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানা এক্সপ্রেস ট্রেনে আগুন। আজ বৃহস্পতিবার সকালে হরিয়ানার বল্লভগড়ে আসায়োটি স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। এরপরই সেটি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়।
ভারতের নর্দান রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, আজ সকাল ৭টা ২৩ মিনিটে ট্রেনে আগুন লাগে।
এরপর তা দুটি বগিতে ছড়িয়ে পড়ে। হায়দরাবাদ থেকে দিল্লিগামী ট্রেনে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। তারা আগুন নেভায় এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতের অন্য কয়েকটি গণমাধ্যমে বলা হয়, দুই কামরার সংযোগস্থলে ব্রেক বাইন্ডিং থেকে আগুন লাগে।
এরপর তা দুইটি কামরায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনায় ওই লাইনে কিছুক্ষণের জন্য ট্রেন সেবা ব্যাহত হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.