তেলআবিবে ছুরিকাঘাতে ২ ইসরাইলি নিহত, আহত-৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তেলআবিবের উত্তরাংশের হাদেরা শহরের বেশ কয়েকটি স্থানে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুই ইসরাইলি নিহত এবং সাতজন আহত হয়েছে।
ইসরাইলের সরকারি চ্যানেল টুয়েলভ জানিয়েছে, হামলাকারীকে গুলি করে নিবৃত করার পর আটক করা হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমের রিপোর্টগুলোতে বলা হয়েছে, হামলাটি আল-হাদেরা শহরের বিভিন্ন স্থানে ঘটেছে এবং অপরাধী হামলা চালানোর জন্য একটি মোটরসাইকেল ব্যবহার করেছে।
তেলআবিবে এক সপ্তাহেরও বেশি সময় আগে এক বন্দুক হামলায় সাতজন বসতি স্থাপনকারী নিহতের ঘটনার পর এই ঘটনাটি ঘটল।
এর আগে হামাসের সামরিক শাখা ইজ্জাদ-দীন আল-কাসসাম ব্রিগেডসহ ফিলিস্তিনের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ইসরাইলি আগ্রাসন বৃদ্ধির কারণে দখলকৃত অঞ্চলে সম্ভাব্য শহিদ অপারেশন চলবে। সেই সঙ্গে এ নিয়ে ইসরাইলি সরকারের প্রতি সতর্কবার্তাও জারি করা হয়।
জনপ্রিয় এই সংগঠটি এক বিবৃতি জারি করে ফিলিস্তিনিদের অপারেশনের জন্য অভিনন্দন জানিয়েছে। সেই সঙ্গে একে গাজা ও লেবাননে চলমান ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে একটি ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’ বলেও অভিহিত করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.