তুরস্কে শান্তি আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে গতকাল বুধবার সন্ধ্যায় ক্রেমলিনের পক্ষ থেকে প্রতিনিধিদের যে তালিকা ঘোষণা করা হয়, তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই।
ওই বৈঠকে থাকবেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। এ ছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ক্রেমলিনের পররাষ্ট্র নীতি সহায়ক ইউরি উশাকভও থাকবেন না বৈঠকে।
এর আগে এই এই বৈঠকে থাকার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষমেশ তিনিও এই বৈঠকে থাকছেন না।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, শান্তি নিয়ে আলোচনা কেবলমাত্র পুতিনের উপস্থিতিতেই হওয়া সম্ভব।
বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আংকারায় সাক্ষাৎ করবেন জেলেনস্কি। তিনি বলেছিলেন, ইস্তাম্বুলে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আমি প্রস্তুত যদি পুতিনও যোগদান করেন। 
তবে শেষমেশ পুতিন বা ট্রাম্প কেউই এই আলোচনায় থাকছেন না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.