তীব্র তাপদাহ ও বৃষ্টি থেকে রক্ষায় জেলা যুবলীগের পক্ষ থেকে ছাতা, ক্যাপ ও পানির বোতল বিতরণ (ভিডিও)

রংপুর প্রতিনিধি: রংপুরে তীব্র তাপদাহ ও বৃষ্টি থেকে রক্ষায় ফুটপাতে ছাউনিবিহীন ক্ষুদ্র দোকানী ও ভ্রাম্যমান ব্যবসায়ী, রিক্সা শ্রমিক, পথচারীদের মাঝে ছাতা, ক্যাপ ও পানির বোতল বিতরণ করেছে জেলা যুবলীগ।
যুব নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি’র উদ্যোগে নগরীর সেন্ট্রাল রোডে কর্মসূচীর উদ্বোধন করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া।
এ সময় যুবলীগ ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচীতে সেন্ট্রাল রোড, পায়রা চত্তর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, বেতপট্টি এলাকায় ছাতা, ক্যাপ ও পানি বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.