তাহেরপুরে মন্দিরের অদূরে নতুন মন্দির স্থাপন নিয়ে লিজ গ্রহিতার সঙ্গে বিরোধ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার রিভার ভিউ স্কুলের সামনে সরকারের ভিপি সম্পতি’র লিজ গ্রহিতাদের সাথে নতুন করে মন্দির স্থাপনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ১১ টার দিকে বিষয়টি নিয়ে কতিপয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে লিজ গ্রহিতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েলে শান্তি ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। পরে বিষয়টি প্রশাসনের লোকজন গিয়ে উভয় পক্ষের কাগজপত্র দেখে উভয়কে নিবৃত্ত করতে সক্ষম হয়েছেন।
জানা যায়, উপজেলার তাহেরপুর এলাকা এক সময়ে রাজা কংস নারায়ন প্রদেশিক কেন্দ্রস্থল ছিল। ওই এলাকায় কয়েক হাজার জমি সরকারের ভিপি সম্পত্তি রয়েছে। এতে করে কিছু কিছু জমি সরকারী ভাবে স্থানীয়রা শত বছরের জন্য লিজ নিয়ে দখলে রয়েছেন।
এই ধারাবাহিকতায় স্থানীয় কাশেম আলী ১৯৬৭ সালে লিজ নিয়ে স্কুলের সামনে নদীর অদূরে ভোগ দখল করতে থাকেন। বিশেষ কারণে তিনি বাড়িসহ জমিটি স্কুল মাষ্টার দেলুয়ার হোসেনের কাছে ১৬ শতক জমি বাড়িসহ ২০০৭ সাল সাব লিজ দিয়ে দেন। সেই থেকে বাড়িসহ লিজ গ্রহীতা মাষ্টার দেলুয়ার হোসেনের মধ্যে রয়ে যায়। কিন্তু ২০১৪ সালে ওই ভিপি সম্পতি’র একটি অংশ মাষ্টার দেলুয়ার হিন্দুদের কাছে হস্তান্তর করেছে বলে একটি কাগজ করে নেন হিন্দু ধর্মাবলম্বীরা।
এই দাবিতে কয়েক দফা জমি দখলে নামলে তারা প্রতিরোধে ভিড়তে পারেনি। দেলুয়া হোসেন ১৬ শতাংশ জমি বিধি মোতাকে সাব লিজ নিয়ে বাসাবাড়ি করে জমি দখলে রাখেন। বেলা ১১টার দিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন তার দখলীয় জমি ঘেঁষে নতুন করে মন্দির নির্মাণ করতে চেষ্টা চালায়।
এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হতে থাকে। পরে পুলিশ এসে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। তবে উত্তেজিত হিন্দু সম্প্রদায়ের লোকজন কিছুতেই মানতে চাইছিল না। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে নিবৃত্ত করেন।
অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে আগামী ২/৪ দিনের মধ্যে কাগজপত্রাদি নিয়ে হাজির হতে বলেছেন। নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোন পক্ষেই ওই জমি ব্যবহার করতে পারবেন না বলে তিনি জানিয়েছেন।
এই সময় স্থানীয় কমিশনারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, যে খানে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক মন্দির করতে উর্দ্ধত হয়েছেন দেলুয়ার মাষ্টারে জমির ৩০ গজ দুরে একটি মন্দির রয়েছে। যে খানে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিনা বাধায় তাদের আরাধনা করতে কোন বাধাঁ নেই। অথচ সামান্যতম দূরত্বে নতুন করে মন্দির গড়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ। একটি মহল এলাকায় সম্প্রতি নষ্ট করতে এমনটি ঘটনা পায়ঁতার করছে বলে মনে করছেন তারা।
মাষ্টার দেলুয়া জানান, তার লিজকৃত জমি নিয়ম অনুযায়ী সরকারের নিকট হতে নেয়া। অথচ তারা আমার জমির অংশ তাদের বলে আমার নামীয় স্বাক্ষর জালপূর্বক কাগজ করে জমির দাবি করছে। তবে হিন্দুদের দাবি ওই সম্পত্তি তিনি মন্দিরের জন্য দিয়েছেন। এখন দখল দিচ্ছেন না। এ নিয়ে কয়েক দফা সালিশ দরবার হয়েছে। তাদের পক্ষে রায় রয়েছে বলে দাবি করেছেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ওই সম্পত্তি গুলোর মালিক সরকার। ভিপি সম্পত্তির উপর মালিকানা দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির ঘটনায় বিকালে ঘটনাস্থল পরিদর্শ করা হয়েছে। উভয় পক্ষের কাগজপত্রাদি দেখা হয়। তবে বিষটির মধ্যে জটিলতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে দিন নির্ধারণ করা হবে। সাময়িক ভাবে দুই পক্ষকে শান্ত করতে তিনি সক্ষম হয়েছেন বলে জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.