তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করেন তাতীদল নেতা ড. কাজী মনির

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের আগামির বাংলাদেশের রুপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাগেরহাটের মোরেলগঞ্জে লিফলেট বিতরণ করেছেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির।
বুধবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনিক চত্বর থেকে বিএনপি নেতা ডা. কাজী মনিরুজ্জামান মনির এ লিফলেট বিতরণ শুরু করেন। বাগেরহাট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, মোরেলগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের কর্মচারীসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ইউপি সচিব, গ্রামপুলিশসহ সর্বসাধারনের মাঝে এ লিফলেট তুলে দেন।
লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন উপজেলা কৃষক দলের পৌর আহ্বায়ক মো. নুরুল ইসলাম মোল্লা, উপজেলা তাতীদলের সভাপতি মো. দুলাল শিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মঞ্জু, তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো. ডালিম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অর্ন্তভূক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রুপরেখা হবে একটি সুখী, সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.