আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসুচী পালন করছেন আদমদীঘি উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ।
বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা সদরের বিভিন্ন এলাকার দোকানপাট ও জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসুচেিত উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, বগুড়া জেলা বিএনপির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা, শাহীনুর ইসলাম, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, আদমদীঘি উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী শামীম আহম্মেদ, কোরবান আলী, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল বাশার মারুফ, নূর মোহাম্মদ মীম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার, ছাত্রদল নেতা সোহেল রানা, সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ কাওছার দ্বীপ প্রমূখ।
লিফলেট বিতরণ করা কালে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে এই কর্মসূচি শুরু করা হয়েছে।
আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালন করা হবে। স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামের লক্ষে ৩১ দফা দাবী ঘোষণা করেছিলেন। এই নির্দেশনা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য আদমদীঘি উপজেলায় দাবী সম্মলীত লিফলেট বিতরণ কর্মসুচী বাস্তবায়ন করা হচ্ছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.