বিশেষ (খুলনা) প্রতিনিধি:কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আগামীর রাষ্ট্র নায়ক, নতুন প্রজন্মের আইকন তারেক রহমানের ৩১ দফার বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্র্য ও মাদক মুক্ত শান্তি ও সম্প্রীতির দেশ। এখানে থাকবেনা কোনো বিভেদ, হানাহনি, লুটপাট, মানুষের না পাওয়ার কোনো যন্ত্রণা। মানুষের মাঝে রচিত হবে সম্প্রতির মহামিলন। নির্মিত হবে স্বপ্নীল বাংলাদেশ। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের বিরুদ্ধে চলছে নানা ষড়যন্ত্র। এ সরকারের বিরুদ্ধে চালিত সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা বিএনপির সকল নেতা-কর্মীরা প্রস্তুত। বিএনপির সকল নেতা-কর্মী এ সরকারের পাশে আছে সব সময়।
তিনি বলেন, আর সংস্কার নয়। এ দেশের মানুষ নির্বাচনের রোড ম্যাপ দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার সংস্কার বলে নির্বাচনে বিলম্ব করে মানুষের আস্থা হারিয়ে ফেলছে। দেশের মানুষ নির্বাচিত সরকারের কাছেই বেশি নিরাপদ।
তিনি বলেন, বিগত সরকার সন্ত্রাস, লুটপাট, দুর্ণীতি, চাঁদাবাজী ও দখলবাজীর রাজনীতিতে বিশ্বাসী ছিল। ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের পর বিএনপির কোনো নেতা কর্মী দখলবাজী বা চাঁদাবাজির সাথে যুক্ত হয় নি। পরাজিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেউ আঘাত করেনি। পক্ষান্তরে আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা, মামলা, খুন, গুম ও নির্যাতন সবই চালিয়েছে। বিএনপি নেতা-কর্মীদের নদীতে ডুবিয়ে মারার চেষ্টা করেছে। তিনি বলেন সৈরাচারি সরকার সকল মিল কলখানা বন্ধ করে দিয়ে এ জনপদের হাজার হাজার মানুষকে কর্মহীন করেছে। বিএনপি এ এলাকার সকল মানুষের কর্মসংস্থান করবে।
তিনি প্রধান উপদেষ্টার পাশে থাকার অঙ্গীকার করে বলেন চারদিকে সৈরাচারীর দোসরদের ষড়যন্ত্র বিদ্যমান। নানা দাবী দাওয়া নিয়ে একের পর এক ষড়যন্ত্র নিয়ে মাঠে নামার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকার দাবী পুরণের জন্য নয়। স্বল্প সময়ের মাঝে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। নির্বাচন যত বিলম্বিত হবে দেশে সৈরাচারীদের উণ্থান ঘটতে পারে।
গতকাল মঙ্গলবার বিকালে দিঘলিয়া উপজেলা বিএনপির আয়োজিত সম্প্রতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সাবেক আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবু হোসেন বাবু, সাবেক খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, অধ্যাপক মুনিবুর রহমান, মোল্লা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, শরীফ মোজাম্মেল হোসেন, আঃ কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.