আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: তারুণ্যের রোডমার্চ সফল করতে আদমদীঘি পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি আদমদীঘির সদরে গোহাটি প্রঙ্গনে রোডমার্চের স্থান পরিদর্শন শেষে আদমদীঘি দলীয় কার্যালয়ে নেতা কর্মিদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, শফিকুল ইসলাম খান লিখন, মামুনুর রশীদ মামুন, মকলেছুর রহমান, মিজানুর রহমান তালুকদার জুয়েল, বকুল হোসেন, যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক জুয়েল হোসেন, রিয়ন সরকার, শাহজালাল মাহমুদ চপল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, তাঁতীদলের সভাপতি আকবর খান, ছাত্রদল সভাপতি শাকিবুল হাসান শাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মারুফ হোসেন-সহ অঙ্গ সংগঠনের নেতৃবর্গ।
এক দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে আগামী ১৭ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বগুড়া হতে রাজশাহী অভিমুখে তারুণ্যের রোডমার্চ সফল করতে ব্যাপক প্রস্ততি গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.