তারুণ্যের উৎসব উদযাপন ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফল

নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দুইাদিন ব্যাপী অনুষ্টিত ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ভলিবল প্রতিযোগিতায় বালক বিভাগে লোকনাথ হাই স্কুল ও বালিকা বিভাগে বহুমুখী গার্লস হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে ব্যাপমিন্টন প্রতিযোগিতায় বালক বিভাগেটেকস্টাইল ভোকেশনাল ইন্সটিটিউট এর মো. সিয়াম আহমেদ ও রাজশাহী কোর্ট একাডেমরি মাহির দাইয়ন চ্যাম্পিয়ন ও বালিকা বিভাগে ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালযের মোসাঃ অন্যন্যা খাতুন ও সুমি খাতুন চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ভলিবল ব্যাডমিন্টন খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
জেলা প্রশাসক আফিয়া খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনা (উন্নয়ন ও আইসিটি) (যুগ্ম-সচিব) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্ম-সচিব) তরফদার মোঃ আক্তার জামীল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক টিএম গোলাম মাহবুব, সিনিয়র সহকারী কমিশনার ও বিভাগীয় কমিশনানের একান্ত সচিব আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট আশিক জামান, সাজিদ তানভী শোভন, অয়ন ফরহান শামস বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মো. তৌফিকুর রহমান রতনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অনুষ্টানটি সঞ্চলনা করেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.