দুর্যোগ-দুর্ঘটনাব্রেকিং নিউজময়মনসিংহ তারাকান্দায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত-২ By বার্তা কক্ষ On জুলাই ৩১, ২০২৪ Share ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে বাস চালক আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (৩১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে অটোরিকশার চালক হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে সোহৃল মিয়া (২৮)। তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস বিটিসি নিউজকে জানান, জামালপুরের বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কাকনী বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.