তানোরে নিজ বাড়ী থেকে আদিবাসী বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলায় চোনাই হেমব্রম (৬৫) নামে এক আদিবাসী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকেই মরদেহটি উদ্ধার করা হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নববর্ষ উপলক্ষে গত শনিবার রাতে চোলাই মদ পান করেন চোনাই। এ নিয়ে ছেলে হেমন্ত হেমব্রমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি হলে মাটিতে পড়ে যান চোনাই। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। পরে বুধবার রাতে তাকে রামেক হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা চোনাইয়ের মরদেহ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও জানান, ছেলের সঙ্গে মারামারিতে চোনাইয়ের মৃত্যু হয়েছে নাকি চোলাই মদ পানের কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ জন্য মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম। তিনি বলেন, তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তাই নিশ্চিত হতেই ময়নাতদন্ত করা হচ্ছে মরদেহটির। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.