বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন প্রাণ হারিয়েছেন। শনিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জাম্বিয়ার সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (৮ জুন) দেশটির পুলিশ ও স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি দ্রুতগতির লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারানো লরিটি দুটি গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অন্তত ২৮ জন নিহত হন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করেন। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, লরি চালক খাড়া ইওয়াম্বি পাহাড়ি পথে গাড়ি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দুর্ঘটনার কারণ হন। দুর্ঘটনার জন্য চালকের অবহেলাকেই দায়ী করছে পুলিশ।
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে এ দুর্ঘটনার খবর পেয়েছি।’
প্রসঙ্গত,তানজানিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দেশটির সরকারি হিসেবে ৩,২৫৬ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তবে প্রকৃত সংখ্যা ১৩ থেকে ১৯ হাজারের মধ্যে বলে ধারণা করা হয়।
এছাড়া, চলতি বছরের শুরুর দিকে দেশটির উত্তরে আরও একটি ভয়াবহ দুর্ঘটনায় তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এক মার্কিন, এক দক্ষিণ আফ্রিকান ও এক কেনিয়ান নাগরিকসহ অন্তত ২৫ জন নিহত হন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.