তাড়াশে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বস্তা বন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির (৪২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুন) সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের সরাবাড়ি আবুল ব্রিজের দহে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন পূর্বের।
পুলিশ ও স্থানীয়রা জানান, পানি থেকে তোলার সময় মরদেহ থেকে মাংস খুলে পড়ছিল। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম বিটিসি নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.