তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সভা ও সদস্য জয়নুদ্দীন আহমদের মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের যাত্রা উদেশ্যে শুভেচ্ছা স্মারক প্রদান

চট্টগ্রাম ব্যুরো: রবিবার সন্ধ্যা ৬:৩০ টায় আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা’- এর সদস্য জয়নুদ্দীন আহমদের উচ্চতর জ্ঞানার্জনের লক্ষ্যে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের যাত্রা উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান চট্টগ্রাম নগরীর বেবি সুপার মার্কেট সংলগ্ন তাজকিয়ার স্থায়ী অফিস কার্যালয়ে তাজকিয়ার মহানগর শাখার সভাপতি নুরে আহমদ জিয়াউল হাসানের সভাপতিত্বে ও সাংগাঠনিক সম্পাদক শেখ মাইনুদ্দীন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সাদ ইবনে আলম ও ফয়েজুল ইসলাম ।
উপস্থিত অতিথিবৃন্দ সদস্য জয়নুদ্দীন আহমদের প্রতি শুভেচ্ছাসহ সাধারণ সদস্যদের প্রতি নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।
এতে উপস্থিত শাখার সহ-সভাপতি জিয়াউল করিম রোহান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিম সরোয়ার রাকিব,অর্থ ও দপ্তর সম্পাদক ইরফান হাসান, আইটি সম্পাদক মোহাম্মদ রুহুল্লাহ,গবেষণা ও প্রকাশনা সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ, সদস্য আহসান হাবিব জিসান, আহমেদ কামার উদ্দিন ,মুহাম্মদ জয়নুদ্দীন, শাহজামান সাকিব,নাইমুর জুবায়ের চৌধুরী,সাইফুল ইসলাম সাকিব, হাসিবুল হক তুষার, থেন থেন অভি, সৈয়দ মঈনুদ্দীন জিসান, মাহিনুল আলমসহ প্রমুখ স্বতঃস্ফূর্ত নিজ নিজ অনুভূতি প্রকাশের মাধ্যমে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা ও জয়নুদ্দীন আহমদের প্রতি শুভেচ্ছা প্রকাশ করেন।
এরই সাথে শাখার নতুন সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয় যেখানে তাজকিয়ার ভিশন-মিশন উপস্থাপন ও মটো,সদস্যদের সক্রিয় করা ও শাখার পরবর্তী কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি গতিশীলতা বৃদ্ধি করাসহ বেশ কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়।
তদুপরি সভাপতির সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.