তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুশাসন ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব নয়, বাগেরহাটে সেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ 

বাগেরহাট প্রতিনিধি: আগামী ১৭ মে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে বাগেরহাটে স্বেছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকালে শহরে  সরুইস্থ জেলা স্বেচ্ছাসেবক দলের অস্থাই কার্যালয়ে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নেছার উদ্দিন সফি।
প্রধান বক্তা ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এস এম কবির, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহম্মেদ কোরেশী আসাদ।
জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরো বক্তৃতা করেন জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সৌদি, যুগ্ম আহবায়ক নোবেল রায়হান হৃদয়, শেখ রবিউল ইসলাম, হাফিজুর রহমান পান্না, হাসাইনুর রহমান তাজসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা।
সমাবেশ সফল করতে বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দল অগ্রনী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতা-কর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কি ধরনের কাজ করবে তার সুস্পষ্ট ধারণা তুলে ধরবেন বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরো বলেন তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুশাসন ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভবনয় এবং তাদের হাত ধরেই দেশে পরিবর্তনের রাজনীতর শুরু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.