তরুণদের উজ্জীবিত পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই দিন পর লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচ। এমনিতে দলের নিয়মিতদের অনেকে চোটের থাবায় বাইরে। তাই বাকিদের নিয়ে ঝুঁকি নিতে চাননি কার্লো আনচেলত্তি। কোপা দেল রের ম্যাচে তরুণদের ওপর ভরসা করেছেন তিনি। তার আস্থার প্রতিদান দিয়ে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছেন এন্দ্রিক, গার্সিয়ারা। এতে মুগ্ধ রেয়াল মাদ্রিদ কোচ।
প্রতিপক্ষের মাঠে বুধবার স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে লেগানেসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রেয়াল। অভিজ্ঞ লুকা মদ্রিচের পর রেয়ালের দ্বিতীয় গোলটি করেন এন্দ্রিক। পরে দুই অর্ধে দুটি গোল করে সমতা টানেন লেগানেসের হুয়ান ক্রুস।
ম্যাচটি গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দৃশ্যপট পাল্টে দেন গন্সালো গার্সিয়া। রেয়ালের জার্সিতে নিজের প্রথম গোলে দলকে উল্লাসে ভাসান ২০ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।
হালকা চোটের কারণে এই ম্যাচে ছিলেন না রেয়ালের দুই তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। চোটের ছোবলে তাদের আরও কয়েক জন খেলোয়াড় আছেন বাইরে। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয় বেঞ্চে।
লা লিগায় শনিবার আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রেয়াল। পরের সপ্তাহে আবার আছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ। এসব ম্যাচের কথা মাথায় রেখেই তরুণদের দিয়ে দল সাজান আনচেলত্তি।
ম্যাচ শেষে দলের জয়ে তরুণদের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন রেয়াল কোচ।
“আজ রাতে তরুণ খেলোয়াড়রা যে পারফরম্যান্স করেছে তার জন্য আমাদের সন্তুষ্ট হতে হবে এবং তাদের ওপর নির্ভর করতে হবে। যুব একাডেমির খেলোয়াড়দের যুক্ত করা হয়েছে। ওদের সঙ্গে যারা কাজ করে, তারা ভালো করেছে, খেলোয়াড়রা প্রস্তুত হয়েই এসেছে। ওদের অভিজ্ঞতার ঘাটতি আছে, তবে তাদের কেবল এই জিনিসটাই প্রয়োজন।”
“আমি যখন একটা দল সাজাই, ম্যাচ জেতার কথা ভেবেই সেটা করি, যুব একাডেমির খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য নয়। তবে এ বছর চোট ও অন্যান্য কারণে তারা সুযোগ পেয়েছে এবং তারা সত্যিই ভালো করছে।”
লেগানেসের বিপক্ষে ১৮ বছর বয়সী এন্দ্রিক ও ১৯ বছর বয়সী আর্দা গিলের শুরুর একাদশে ছিলেন। এদিন রেয়ালের একাডেমির ২০ বছর বয়সী হাকোবো রেমন ও ২১ বছর বয়সী রাউল আসেন্সিও প্রথমবারের মতো মূল দলের হয়ে ম্যাচ শুরু করেন।
শেষ পর্যন্ত অবশ্য সব আলো কেড়ে নেন গার্সিয়া। বদলি নেমে দলকে জেতানো এই তরুণ ফরোয়ার্ডসহ বাকিদের প্রশংসায় ভাসান আনচেলত্তি।
“এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল। রক্ষণভাগে আমরা কিছুটা ভুগেছি, হাকোবো (রেমন) আমাদের সঙ্গে প্রথম ম্যাচ খেলার ভার কিছুটা অনুভব করে, সে কিছুটা স্নায়ুচাপে ছিল তবে তারপরে ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সে আরও নিখুঁত হয়ে ওঠে।”
“গন্সালো (গার্সিয়া) কাস্তিয়ার (রেয়াল মাদ্রিদের রিজার্ভ দল) হয়ে ভালো ছন্দে আছে। এন্দ্রিক গোল করেছে… আমরা অতিরিক্ত সময় এড়াতে পেরেছি, তা না হলে আরও ধকল যেত। আমরা শনিবারের ম্যাচের প্রস্তুতির জন্য খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছি, তাই আমরা প্রস্তুত থাকব (আতলেতিকোর জন্য)। তারা সত্যিই ভালো করছে।” #

Comments are closed, but trackbacks and pingbacks are open.