বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:রাজনৈতিক সংকটে টালমাটাল পরিস্থিতি ফ্রান্সে। প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। তবে এমন পরিস্থতিতেও অটল ম্যাক্রোঁ। এরইমধ্যে তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেওয়ার কথা অঙ্গীকার করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, আগামী দিনগুলোতে তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। তবে ঠিক কবে নাগাদ ঘোষণা করবেন-সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ১০ মিনিটের ভাষণে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বিরোধীদলের চাপ সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না এবং ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ অনুযায়ী ক্ষমতায় থাকবেন।
ভাষণে ইমানুয়েল ম্যাক্রোঁ মিশেল বার্নিয়েরকে ধন্যবাদ জানিয়েছেন। তবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন- তা নিয়েও কোনো ইঙ্গিত দেননি ম্যাক্রো। তিনি বলেছেন, আমাদের এখন ২০২৫ সালের বাজেটের ওপর মনোনিবেশ।
তবে জল্পনা চাউর হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেউ এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ফ্রাঁসোয়া বায়রু পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় আছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো। এর মাধ্যমে দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ল।
স্থানীয় সময় গত বুধবার দেশটির সংসদের নিম্নকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বার্নিয়েরকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাস করতে ২৮৮ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু ৩৩১ জন সংসদ সদস্য বার্নিয়েরের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.