ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফেনী প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদল আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের তাকিয়া সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সালাউদ্দিন মামুনের নেতৃত্বে মিছিলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ , যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল , জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুর হোসেন মঞ্জু , যুগ্ম সম্পাদক জুয়েল পাটোয়ারী , প্রচার সম্পাদক করিমুল হক সুমন , দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনসহ বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.