বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে আছে। তবে বহুমুখী যুদ্ধ এবং ড্রোন হামলার আশঙ্কায় নিরাপত্তা উদ্বেগের কারণে তার ছেলের আসন্ন বিয়ে স্থগিত করতে চান নেতানিয়াহু। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আগামী ২৬ নভেম্বর উত্তর তেল আবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে আভনার নেতানিয়াহুর বিয়ের পরিকল্পনা করা হয়েছে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সহযোগীদের বলেছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।প্রধানমন্ত্রীর কার্যালয় কানের প্রতিবেদন সম্পর্কে কোনা প্রতিক্রিয়া জানায়নি।
এই মাসের শুরুতে গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তার বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়।
নেতানিয়াহুস তখন বাড়িতে ছিলেন না। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। তবে তৃতীয়টি তাদের রাডার থেকে হারিয়ে যায়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.