ডোনাল্ড লু দূরের মানুষ, আমরা শঙ্কিত দেশ নিয়ে : নজরুল ইসলাম খান

ঢাকা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটি এবং লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ডোনাল্ড লু অনেক দূরের মানুষ। আমরা শঙ্কিত নিজের দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত দেশের যারা ব্যাংক লুটেরা, তাদের মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা, ওটা নিয়ে।’
সোমবার (১৩ মে) বিকালে গুলশানের চেয়ারপার্সন অফিসে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এই জোটের পর লেবার পার্টির সঙ্গেও আলোচনা করেন তিনি।
সোমবার বিকালে লিয়াঁজো কমিটির বৈঠকশেষে ডোনাল্ড লুর সফর সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম খান জবাব দেন, ‘উনার আশা, নিরাশায় কিছু আসে যায় না। ডোনাল্ড লু’র ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম।’
প্রশ্নকারী সাংবাদিকের উদ্দেশে বিএনপিনেতা নজরুল ইসলাম বলেন, ‘আপনি তুলেছেন এই প্রশ্ন। আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ কুকি চিনের আচরণ…। যেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাক্টিক্যালি ব্যর্থ হচ্ছে।’
গতকাল রবিবার (১২ মে) ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করেন নজরুল ইসলাম খান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.