ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়েছে, এটা এখন জাতীয় ইস্যু হিসেবে দাঁড়িয়েছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:  সরকারের অবহেলায় ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় সরকারের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তোলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরও বলেন,  ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়েছে, এটা এখন জাতীয় ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। এটাকে আওয়ামী লীগ ও তার মন্ত্রিসভা খুবই খাটোভাবে দেখছে। যেখান থেকে ডেঙ্গু ছড়ায়, সেই ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত করার কোন ইফেক্টিভি উদ্যোগ দেখছি না সরকারের । সরকার, সিটি করপোরেশন পক্ষ থেকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.