ডিসি‘র ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা প্রদান করলো মাস্টার ক্রিকেট কার্ণিভাল

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে চলছে লকডাইন। এমত অবস্থায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং মানুষ একবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।

এসময় রাজশাহী মাষ্টার ক্রিকেট কার্ণিভাল(এমসিসি) এগিয়ে এসেছে স্থানীয় অস্বচ্ছল খেলোয়াড়দের পাশে। এমসিসি গত দুই দফায় প্রায় ১৪০ জন খেলোয়াড়ের হতে খাবার সামগ্রী তুলে দেন।

আগামীকাল সোমবার (১১ মে) সকালে তৃতীয় দফায় আরো ৭০ জনের মত খেলোয়াড়দের মাঝে খাবার সমগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে এমসিসি।

আজ রোববার (১০ মে) বিকেলে মাষ্টার ক্রিকেট কার্নিভালের আহবায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ অন্য সদস্যগণ রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরে জেলা প্রশাসক মো. হামিদুল হক এর হাতে কর্মহীন ও দুস্থ অসহায় মানুষদের জন্য ১ লক্ষ টাকার চেক তুলে দেন।

উল্লেখ্য যে, তিন দফায় এমসিসি ১০০ জন ক্রিকেটের, ৪০ জন ফুটবলাড়, ১৫ জন ভলিবল খেলোয়াড়, ১০ জন হকি খেলোয়াড়, ২০ জন বক্সার, ১০ জন জুডো খেলোয়াড় ও ১০ জন কারাতে খেলোয়াড় সহ গাউন্সম্যানদের মাঝে রমজানের উপহার হিসেবে এমসিসি,র পক্ষ থেকে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি তেল, ২ কেজি পেয়াজ, ৪ কেজি আলু, ১ কেজি লবন, ৫০০ গ্রাম লাচ্চা সেমাই ও একটি সাবান প্রদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম বাবুল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.