ডিমলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তার বিনামূল্যে চাল বিতরণ 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে, ২০২৪-২৫ খ্রিষ্টাব্দে অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ হয়।
সোমবার (১৭ মার্চ) ১৬ রমযান সকালে ৮ নং ঝুনাগাছ চাপানি ইউপি পরিষদ চত্বরে ৫ হাজার ৬ জন দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান, একরামুল হক চৌধুরী।
প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ জাহিদুল আলম উপজেলা সমবায় কর্মকর্তা ডিমলা, হিসেব সহকারী মোঃ ইলিয়াস হোসেন।
আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্যবৃন্দ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য বৃত্তিবর্গ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.