নিজস্ব প্রতিবেদক: জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের মুখে হাসি ফোটাতে ২০০৭ সাল থেকে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি সেবা দিয়ে যাচ্ছে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল।
বিশ্ব হাসি দিবস উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) সকালে সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার গুরুত্ব তুলে ধরা হয়।
সম্প্রতি ১৮ জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে সফলভাবে চিকিৎসা শেষে ওষুধ ও যাতায়াত বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত এই রোগে আক্রান্ত অনেক মানুষ সমাজে অবহেলা ও হাসির পাত্র হয়। বিনামূল্যে এই সার্জারির মাধ্যমে তাদের মুখে প্রকৃত হাসি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক রোগীর চিকিৎসা হয় না। তবে স্মাইল ট্রেন এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ২০০৭ সাল থেকে রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে এই প্লাস্টিক সার্জারির সেবা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন, অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আল মামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. ইউসুফ আলী এবং অ্যানেসথেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মাইল ট্রেনের পেশেন্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম উজ্জ্বল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিমো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.