ট্রাম্প-নেতানিয়াহুকে সৌদি কর্মকর্তার উপহাস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরামর্শকে উপহাস করেছেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল-সাদুন। নেতানিয়াহু সৌদির ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরামর্শ দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন তিনি।
আল-সাদুন উল্টো প্রস্তাব দিয়েছেন যে ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের আরবি ভাষাভাষী সংবাদমাধ্যম ওকাজে লেখা এক প্রবন্ধে আল-সাদুন এসব প্রস্তাব করেন।
এ ছাড়া সুদান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেছেন। আল-সুদান জানান, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। সেইসঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেওয়া হচ্ছে।
সৌদি শুরা কাউন্সিলের এই সদস্য বলেন, জায়নাবাদী ও তাদের মিত্ররা রাজনৈতিক কৌশল ও সংবাদমাধ্যমের চাপের মাধ্যমে রিয়াদের নেতৃত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না।
তিনি ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক পররাষ্ট্র নীতি সার্বভৌম ভূখণ্ডের অবৈধ দখল এবং সেখানকার অধিবাসীদের জাতিগত নির্মূলের চেষ্টা করবে, যা ইসরায়েলের পদ্ধতি এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে পরিচিত। ইসরায়েলের জন্ম ও বিকাশ সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তি মাত্রই এ কথা বোঝেন যে, এই পরিকল্পনাটি জায়নাবাদীদের তৈরি এবং তাদের দ্বারা অনুমোদিত। শুধু পড়ে শোনানোর জন্য তা হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে গত বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন, সৌদি আরবের অভ্যন্তরে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন সৌদিরা। সেখানে তাদের অনেক জমি রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.