BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাম্প-জিনপিং বৈঠক শেষ, কী কথা হলো

ট্রাম্প-জিনপিং বৈঠক শেষ, কী কথা হলো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষ হয়েছে। কোনো চুক্তির ঘোষণা ছাড়াই বৈঠক শেষ করেছেন এই দুই নেতা। তবে অনেক বিষয়ে ‘সিদ্ধান্ত হয়েছে’ বলে জানিয়েছেন ট্রাম্প।

চলমান বাণিজ্য বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকে বসেন ট্রাম্প ও জিনপিং।

বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হবে বলে প্রত্যাশা করা হচ্ছিল। তবে প্রত্যাশার চেয়ে কম সময় বৈঠক করেছেন তারা। খবরে বলা হয়েছে, বৈঠকের সময়কাল ছিল মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিট। যা অনেককেই অবাক করেছে।

বৈঠকের পর ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্টের সাথে তার চমৎকার আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং কিছুক্ষণের মধ্যেই সেগুলো আপনাদের জানানো হবে।’

ট্রাম্প জানান, বৈঠকে তাইওয়ান প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে জল্পনা ছিল যে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ আসবে। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শি জিনপিংয়ে সাথে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, চলতি বছরের এপ্রিলে চীন সফরে যাবেন তিনি। তার চীন সফরের পরই যুক্তরাষ্ট্র সফর করবেন জিনপিং।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর চীনের প্রেসিডেন্টের সাথে এটাই তার প্রথম বৈঠক। বৈঠকের আগে ট্রাম্প শি জিনপিংকে একজন ‘কঠোর আলোচক’ বলে অভিহিত করেন। পাশাপাশি একটি চুক্তির বিষয়েও প্রত্যাশা জানান তিনি। অন্যদিকে আলোচনায় বাণিজ্য বিরোধ সমাধানের বিষয়ে আশাবাদ জানান শি জিন পিং।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাড়তে থাকা বাণিজ্যবিরোধ ও শুল্ক আরোপসহ নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। ট্রাম্প চীনের ওপর সবচেয়ে বেশি পরিমাণে শুল্ক আরোপ করেছেন।

চলতি মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়, যখন বেইজিং আধুনিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ বিরল মাটির খনিজ পদার্থের ওপর নতুন বৈশ্বিক বিধিনিষেধ আরোপ করে। এর প্রেক্ষিতে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক বৃদ্ধির হুমকি দেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’- মন্তব্যে বিপাকে রাশমিকা ২য় অবস্থানে মিথিলা: ৫০ হাজার ভোট হলেই ‘মিস ইউনিভার্স’র মুকুট আসবে বাংলাদেশে রাজশাহীতে বিচারকের ছেলের ময়নাতদন্ত সম্পন্ন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ইউরোপের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র ন্যাটোতে হামলার পরিকল্পনা নেই, তবে সবকিছুর জন্য প্রস্তুত রাশিয়া ডায়াবিটিস নিয়ে চিন্তিত? সকালে উঠে ৩ পানীয়ে চুমুক দিলেই কমতে পারে সুগার এমবাপ্পের ডাবলে বিশ্বকাপে ফ্রান্স ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: ২ জনের মৃত্যু, নিখোঁজ-২১ মালয়েশিয়ার উদ্যোগে কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত শান্তি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি গাজার শাসনকাঠামো নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র–রাশিয়া, জাতিসংঘে পাল্টাপাল্টি প্রস্তাব