ট্রাম্পের হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণ, নিহত-১

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লাস ভেগাসে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এতে ১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লাস ভেগাসে ট্রাম্পের হোটেলে বিস্ফোরণ এবং নিউ অরলিন্সে বুধবার প্রথম প্রহরে নববর্ষ উদযাপনকারীদের ওপর একটি ট্রাক উঠিয়ে দেওয়ার ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি-না কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে। ওই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
বাইডেন বলেছেন, এখনও পর্যন্ত কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। এফবিআই এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা বলেছে, তাদের ধারণা টেসলা বিস্ফোরণ একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা তারা তা তদন্ত করে দেখবে।
লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেছেন, ‘শক্তিশালী বিস্ফোরণের আগে ট্রাম্পের সমর্থক ইলন মাস্কের কোম্পানির একটি বৈদ্যুতিক গাড়িকে  ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের প্রবেশ পথের দিকে টেনে নিয়ে যেতে দেখা গেছে।’
ভিডিও ফুটেজে দেখা গেছে, আতশবাজির মতো ছোট ছোট বিস্ফোরণের আগে ইস্পাতের তৈরি একটি ট্রাককে হোটেলের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ম্যাকমাহিল বলেছেন, ‘বিস্ফোরণে সাইবার ট্রাকের ভিতরে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে’। এছাড়া সাতজন সামান্য আহত হয়েছে। তিনি বলেছেন, হোটেল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।
পরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ট্রাকের পিছনে পেট্রোল ও ক্যাম্পিং জ্বালানি এবং ক্যানিস্টারের পাশাপাশি ‘বিপুল পরিমাণ আতশবাজি’ ছিল।
ম্যাকমাহিল আরও বলেছেন, আসলে এটা ছিল একটি সাইবার ট্রাক। বিস্ফোরণে ক্ষতিও হয়েছে সীমিত কারণ, ট্রাকের ভিতরেই বিস্ফোরণ হয়েছিল’। হোটেলের কাঁচের দরজারও কেনো ক্ষতি হয়নি। মাত্র কয়েক ফুট দূরে বিস্ফোরণে হোটেলের কোনো কিছু ভেঙ্গে পড়েনি।
এদিকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, নিউ অরলিন্সের ঘটনার সাথে সম্ভাব্য কোনো যোগসূত্র আছে কিনা কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.