ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ফ্লোরিডায় ‘ছুটে এলেন’ ট্রুডো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অভিবাসী, সীমান্তে নিরাপত্তা ও মাদক চোরাচালান ইস্যুতে গত সপ্তাহে হুঁশিয়ার বার্তা দেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অঙ্গীকার করেন, অবৈধ অভিবাসী ও সীমান্ত সুরক্ষা ইস্যু সমাধান না করা পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সকল আমদানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।
এ ছাড়া চীনের আমদানি করা সকল পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।
এমন হুমকির পরেই শুক্রবার প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের এক হোটেল থেকে ট্রুডোকে বের হতে দেখা গেছে। সেখান থেকে বের হয়ে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে গেছেন ট্রুডো।
শুক্রবার ট্রাম্পের সঙ্গে ডিনার করতে ট্রুডো মার-এ-লাগোতে গেছেন। তবে এনিয়ে ট্রুডোর কার্যালয় এবং ট্রাম্পের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত কয়েক বছর থেকে কানাডায় অর্থনীতির চাকা ধীরগতি এবং নাগরিকদের জীবনযাপনের খরচ অনেক বেড়েছে।
ট্রুডোর জনপ্রিয়তাও এখন তলানিতে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপ দেশটির অর্থনীতির জন্য আরও ধাক্কা হয়ে উঠবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.